ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দনিয়ায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
দনিয়ায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর দনিয়া এলাক‍ায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আসাদুল্লাহ হামীম (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) ভোরে ওই ভবনে অবস্থিত ব্রাইড সামসুল উল‍ুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।



নিহত হামীম শরীয়তপুর জেলার দামুড্যা থানার রামরাইকান্দি গ্রামের দুলাল হোসেনের ছেলে। দুলাল হোসেন ঢাকায় থেকে  গুলিস্তান ট্রেড সেন্টারে ব্যবসা করেন।

ওই মাদ্রাসার নিরাপত্তা কর্মী আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, ভোরে মাদ্রাসার ছয়তলার ছাদ থেকে পড়ে আহত হয় হামীম। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পরে হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপ‍ুরে হামীমের মৃত্যু হয়।

নিহত শিশুর বাবা দুলাল হোসেন বলেন, চার মাস আগে হামীমকে ওই মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি করি। সকালে ছাদ থেকে পড়ে মারা যাওয়ার খবর শুনে হাসপাতালে আসি। এর বেশি কিছু জানি না।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এজেডএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।