মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের চাপায় মহিদুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি জেলার দৌলতপুর উপজেলার বালিথা এলাকার হাসিবুর রাহমানের ছেলে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকাগামী একটি বাসে উঠতে গিয়ে হাত পিছলে পড়ে যান মহিদুর। এ সময় ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএ