গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক সিএনজি অটোরিকশার চালককে পিটিয়ে আহত করেছেন। এসময় অন্য একটি অটোরিকশার গ্লাস ভাঙচুর করেন তিনি।
বুধবার (০৭ অক্টোবর) বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
আহত চালকের নাম রায়হান (২১)। তিনি শ্রীপুরের টেংরা এলাকার আমিন উদ্দিনের ছেলে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সিএনজি চালকেরা অভিযোগ করে বলেন, শ্রীপুর-মাওনা সড়কের সিএনজি চালক রায়হান (২১) ঘটনার সময় ডেলিভারি রোগী নিয়ে মহাসড়ক অতিক্রম করে ওপাশে যাচ্ছিলেন। এসময় ওসি তার অটোরিকশা (গাজীপুর-থ-১১-৬৬৬৭) আটকিয়ে নামিয়ে এলোপাথাড়ি লাঠিপেটা করেন।
আহত চালকের বাবা আমিন উদ্দিন বাংলানিউজকে জানান, এলোপাথাড়ি পেটানোয় তার ছেলের হাত-পা ফুলে গেছে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া মহাসড়কের পাশে শ্রীপুর-মাওনা চৌরাস্তা মোড়ে যাত্রী ওঠানোর সময় আব্দুস সামাদ নামে আরেকজনের অটোরিকশা (গাজীপুর-থ-১১-৫১১৪) ভাঙচুর করেন।
এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম সাংবাদিকদের বলেন, সড়কে সিএনজি ওঠানো হলে ভাঙচুরের নির্দেশ রয়েছে।
কিন্তু, মহাসড়ক পারাপার ও মহাসড়ক ঘেঁষে যাত্রী ওঠানোর কারণে অটোরিকশা ভাঙচুর ও অন্যসব ব্যাপারে তিনি কিছু বলেননি।
স্থানীয় পরিবহন শ্রমিকদের অভিযোগ, মহাসড়কে অটোরিকশা চলাচল করলে সেগুলো আটক করে উৎকোচের বিনিমিয়ে ছেড়ে দেন ওসি। এ কারণে অনেকেই অটোরিকশা নিয়ে মহাসড়কে ওঠার সাহস পায়।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএ