বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় শিশু শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন ওই এলাকার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
বুধবার (৭ অক্টোবর) সকালে আমতলীর দক্ষিণ টেপুরা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মানববন্ধন করেন কারা।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম নান্নুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক অনিমা রানী, সহকারী শিক্ষক তহসিন আকন, স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি আল মামুন, নির্যাতিত শিশুটির বাবা।
বক্তারা অবিলম্বে ধর্ষক হাসান হাওলাদারসহ তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
৫ অক্টোবর ওই শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিস্কুট দেওয়ার কথা বলে এলাকার একটি বাড়িতে নিয়ে যায় একই এলাকার লোকমান হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (২২)। পরে শিশুটিকে ধর্ষণ করেন হাসান। শিশুটি বাড়ি ফিরে বাবা-মাকে এ ঘটনা জানায়। পরে হাসান, তার চাচা নজরুল ইসলাম, মা আকলিমা বেগম ও ভগ্নিপতি সালামকে আসামি করে আমতলী থানায় মামলা করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএটি/এসআর