ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শোকবার্তায় প্রধানমন্ত্রী

নয়ীম গহরের গান অনুপ্রেরণা যুগিয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
নয়ীম গহরের গান অনুপ্রেরণা যুগিয়েছে

ঢাকা: স্বাধীনতা পদকপ্রাপ্ত গীতিকবি নয়ীম গহরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদানের কথা স্বরন করেন ।

প্রধানমন্ত্রী বলেন , তার লেখা দেশাত্ববোধক গানগুলো মুক্তিযুদ্ধের সময় অনেক অনুপ্রেরনা যুগিয়েছে । জাতি তার এই অবদানকে কৃতজ্ঞতাভরে স্বরণ রাখবে ।
 
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হলে নয়ীম গহরকে আক্রান্ত কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে ২০০০ সালে প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় নয়ীম গহরের ওপেন হার্ট সার্জারি হয়।

বাংলাদেশ সময় ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।