ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে গৃহবধূ হত্যায় স্বামী ও সতিনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
রাজশাহীতে গৃহবধূ হত্যায় স্বামী ও সতিনের যাবজ্জীবন

রাজশাহী: রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও সতিনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (০৭ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসাইন এ রায় ঘোষণা করেন।

রায়ে একই সঙ্গে আদালত দুই আসামির ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ড দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, দিনাজপুরের কোতয়ালী থানার রামনগর গ্রামের হারুনুর রশিদের সঙ্গে প্রায় ১০ বছর আগে মহানগরীর শিরোইল এলাকার সাজেদা বেগমের বিয়ে হয়। বিয়ের পর হারুন ও সাজেদা রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ভাড়া থাকতেন। এরই মধ্যে তাদের ঘরে দু’টি সন্তান আসে। তবে হারুন মনোয়ারা খাতুন নামে আরও এক নারীকে বিয়ে করেন। তাকেও সিলিন্দা এলাকার আতাউল হকের ভাড়া বাড়িতে নিয়ে আসেন। এরপর সাজেদা ও মনোয়ারাকে নিয়ে হারুন ওই বাড়িতেই বসবাস করতেন।

এরই মধ্যে ২০১১ সালের ২২ জুন কোনো এক সময় হারুন এবং তার দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম মিলে সাজেদা খাতুনকে হত্যা করে মরদেহ ঘরের মধ্যে ফেলে রেখে চলে যান। এর পর ওই বছরের ৩০ জুন ওই ভাড়া বাড়িতে গিয়ে সাজেদার মা রাখি বেওয়া তালাবদ্ধ ঘরের মধ্যে মেয়ের পচা গন্ধযুক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে সাজেদার গলিত দেহ উদ্ধার করে।

এ ঘটনায় ওইদিনই রাখি বেগম মেয়ের জামাই হারুন ও তার দ্বিতীয় স্ত্রী মনোয়ারাকে আসামি করে একটি মামলা করেন। এ মামলায় গত ২০১২ সালের ৩০ জুন তদন্তদকারী কর্মকর্তা সিরাজুম মনির দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এর পর ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার বিচারক দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিলেন।

রাজশাহী মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুস সালাম জানান, রাষ্ট্রপক্ষে তিনি এবং আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন সাইদুর রহমান সরকার।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।