গাজীপুর: জেলার কালিয়াকৈরের ছোট লতিফপুর এলাকায় এক মাতব্বরের ডাকে সাড়া না দেওয়ায় গৃহবধূকে নির্যাতন ও মারধরের ঘটনায় হোসেন খাঁ নামের একজনকে আটক করেছে পুলিশ। হোসেন ওই মামলার ২ নম্বর আসামি।
বুধবার (৭ অক্টোবর) সকালে মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই (উ-পরিদর্শক) মো. মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে
সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে হোসেনকে আটক করেন।
ঘটনার পর থেকেই মাতব্বর জালাল উদ্দিন ও হোসেন খাঁ পলাতক ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জালাল উদ্দিন এখনো পলাতক।
গত সোমবার দুপুরে জোসনা আক্তার নামের ওই নারীকে স্থানীয় প্রভাবশালী মাতব্বর মো. জালাল উদ্দিন আহমদ ও হোসেন খাঁ মারধর করেন। পরে এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএ