ঢাকা: বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে এবার উদযাপিত হবে ‘মীনা দিবস’।
প্রতি বছর ২৪ সেপ্টেম্বর উদযাপিত হলেও ঈদের ছুটির কারণে পিছিয়ে এবার ১০ অক্টোবর দিবসটি উদযাপন করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ওই দিন সকাল ৯টায় আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে মীনা দিবসের অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি থাকবেন একই মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম এবং ইউনিসেফের বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রতিনিধি এডওয়ার্ড বেগবিদার।
দ্বিতীয় পর্বে মীনা কার্টুন প্রদর্শনী ছাড়াও মীনা বিষয়ক আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম, তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও সালমা খাতুন।
তৃতীয় পর্বে উপস্থিত শিশুদের অংশগ্রহণে মীনা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও রয়েছে পাপেট ও মাপেট শো এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর।
জনপ্রিয় কার্টুন ‘মীনা’ নামের বালিকা চরিত্রটি মেয়ে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার। ১৯৯১ সালে একজন ১০ বছর বয়সী বালিকা হিসেবে মীনা চরিত্রের সৃষ্টি। সমাজের কুসংস্কার, ধর্মান্ধতা, বিভেদ ও বৈষম্য দূর করে সমৃদ্ধ জাতি গঠনের বার্তাসমূহ বিনোদনমূলক কার্টুন চরিত্র মীনার মাধ্যমে উপস্থাপন করা হয়।
ইতোমধ্যে অনেক বিষয়ে মীনা কার্টুন পর্ব ও মীনা বই তৈরি করা হয়েছে, যার মাধ্যমে চরিত্রটি শিশু ছাড়াও সব বয়সের মানুষের মাঝে সাড়া ফেলেছে।
১৯৯৮ সালের ২৪ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী মীনা দিবস উদযাপন করছে সরকারি-বেসরকারি সংস্থা।
এবার দিবসটির প্রতিপাদ্য- ‘কন্যা শিশু বিয়ে দিয়ে করো নাকো ভুল, প্রত্যেকটি শিশু যেন এক একটি ফুল’।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এমআইএইচ/এইচএ/