রাজশাহী: পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করেছেন পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের নেতারা।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পিডিবি’র কার্যালয় চত্বরে এ বিক্ষোভ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, আমরা বিক্রয় ও বিতরণ বিভাগ এবং বিদ্যুৎ সরববাহ দপ্তরের কর্মরত পিচরেট কর্মবারী। দীর্ঘ দিন ধরে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের সঙ্গে জড়িত। গ্রাহক সেবার মান উন্নয়ন, সিস্টেম লস কমানো, রাজস্ব আদায় বৃদ্ধির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সত্ত্বেও আজ পর্যন্ত কর্তৃপক্ষ চাকরি স্থায়ীকরণের কোনো উদ্যোগ নেয়নি।
বিক্ষোভকারীরা চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএস/এইচএ