ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ভ্যান চালক আকবর আলী শেখ (৫৬) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রুবেল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
তিনি ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের আব্দুল ওহাবের ছেলে।
এর আগে মঙ্গলবার (০৬ অক্টোবর) রাতে তাকে নিজেদের বাড়ি থেকে আটক করা হয়।
থানা পুলিশ বাংলানিউজকে জানান, ধুনট উপজেলা সদরের মাটিকোড়া গ্রামের আছের আলী শেখের ছেলে আকবর আলী ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে যাত্রী পরিবহনের জন্য ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আকবর আলী। রাত ৮টার দিকে তাকে বাড়ির অদূরে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী বহন করতে দেখেছেন স্থানীয়রা। এরপর থেকে তিনি নিখোঁজ হন।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধুনট-সোনাহাটা সড়কের সরুগ্রামের ঘোড়ামারা বিলের উত্তর পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা আকবর আলীকে হত্যা করে তার ভ্যানটি ছিনতাই করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন বাদী হয়ে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, আকবর আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রুবেল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রুবেল হোসেন ছিনতাইকারীদের কাছ থেকে নিহত আকবর আলীর ভ্যানটি কিনেছেন বলে জানান।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএ