গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) আউটপাড়ার রিয়াজনগর এলাকা থেকে ৮শ’ পাখিসহ গ্রেফতার দুইজনকে একবছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৬ অক্টোবর) দুপুরে তাদের এ কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মুজিবুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৩৮) এবং আফাজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৪০)।
বন সংরক্ষক (বন্যপ্রাণী) ড. তপন কুমার দে এই প্রতিবেদককে জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের রিয়াজনগর এলাকায় অভিযান চালিয়ে ৮শ’ পাখিসহ তাদের আটক করা হয়।
৪২০টি মুনিয়া ও ৩৮০টি টিয়া বিদেশে পাচারের জন্য রাজশাহী থেকে ধরে গাজীপুরে আনা হয়েছিল বলে জানান তিনি।
তপন কুমার দে জানান, পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের একবছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জব্দ পাখিগুলো ঢাকার মিরপুর বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এমএ/
** গাজীপুরে বিভিন্ন প্রজাতির ৮শ পাখি উদ্ধার