ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

‘চক্রান্তকারীদের দেশে থাকতে দেওয়া হবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
‘চক্রান্তকারীদের দেশে থাকতে দেওয়া হবে না’ ছবি: রাজীব - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত, জঙ্গি মনোভাবাপন্ন কাউকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (০৭ অক্টোবর) দুপুরে রাজধানীর খামারবাড়িতে ‘জাতীয় ইঁদুর নিধন অভিযান’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।



আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, এসব চক্রান্তকারী এবং বিদেশিদের হত্যায় জড়িত খুনিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। জেএমবিসহ অন্যান্য অপশক্তি যখনই দেশে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছে, তখনই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামে জেএমবি সদস্যদের গ্রেনেড এবং বিপুল অস্ত্র-সস্ত্রসহ আটক এর উদাহরণ।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে কোনো কিছুই বিবেচনার বাইরে রাখা হচ্ছে না। তবে নিশ্চিত না হয়ে এখনই কিছু বলা যাবে না। আপনারা জানেন, দেশে বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলছে। তাই দেশকে অস্থিতিশীল করতে একটি মহল অনেক কিছুই করতে পারে। আমরা সব কিছু মাথায় রেখে তদন্তের কাজ এগিয়ে নিচ্ছি।
Home_Minister_01
ইতোমধ্যে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের সঙ্গে যৌথ বৈঠক করা হয়েছে। আমরা তাদের কথা শুনেছি, আমাদের কথা বলেছি। পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন। এছাড়াও যা যা করা দরকার সরকার সব পদক্ষেপ নিয়েছে, যোগ করেন তিনি।

গাইবান্ধার সংসদ সদস্য লিটন সম্পর্কে তিনি বলেন, দেশের কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমরা তার বিরুদ্ধে মামলা করেছি, তার অস্ত্র বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। ওই সংসদ সদস্যকে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হতে হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএম/এটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।