ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে পর্যটক অপহরণের ঘটনায় যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
বান্দরবানে পর্যটক অপহরণের ঘটনায় যুবক আটক

বান্দরবান: বান্দরবানের রুমা থেকে রাঙামাটির বিলাইছড়ি যাওয়ার পথে দুইজন পর্যটক ও একজন গাইড নিখোঁজের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভোরে থানচি উপজেলার রাতাহা পাড়া থেকে রামথিং বম (৩২) নামে সন্দেভাজন ওই যুবককে আটক করে যৌথবাহিনীর একটি দল।



রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ অভিযানে নেমেছে বলেও তিনি জানান।

গত ৪ অক্টোবর রুমা থেকে রাঙামাটির বিলাইছড়ি যাওয়ার পথে নতুন পুকুরপাড় এলাকায় পর্যটক আব্দুল্লাহ জুবায়ের ও জাকির হোসেন মুন্না ও স্থানীয় গাইড প্রাচিংহাই ম্রো নিখোঁজ হন। ঘটনাস্থল রাঙামাটি জেলায় হলেও ওই এলাকায় যাতায়াতের জন্য বান্দরবানের রুমা উপজেলার কয়েকটি সড়কপথ ব্যবহৃত হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।