কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৮৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, ৪৫ ব্যাটালিয়ন কুড়িগ্রামের কচাকাটা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সকালে বালাটারী নদীরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ওই নদীর পাড়ে কচুরিপানার নিচ থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তার ভেতর ২৮৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ পাওয়া যায়।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. জাকির হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, এ মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএটি/এসআর