ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ধার্য তারিখেও শুনানি হয়নি শিশু আবু সাঈদ হত্যা মামলার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
ধার্য তারিখেও শুনানি হয়নি শিশু আবু সাঈদ হত্যা মামলার আবু সাঈদ

সিলেট: ধার্য তারিখেও শিশু আবু সাঈদ হত্যা মামালার চার্জশিটের ওপর শুনানি হয়নি।

বুধবার (০৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিম শুনানি না করে পরবর্তী দিন ধার্য করেছেন।



মামলার এক আসামি জামিন শুনানির জন্য উচ্চ আদালতে নথি স্থানান্তর করায় শুনানি হয়নি বলে জানিয়েছেন মহানগর পুলিশের কোর্ট পরিদর্শক পংকজ দাস।
তিনি জানান, পরবর্তী তারিখে শুনানি হবে এবং তারিখ পরে জানানো হবে বলে জানান আদালতের বিচারক।

পংকজ দাস আরও জানান, পরবর্তী ধার্য তারিখে সাঈদ হত্যা মামলার পলাতক আসামি মাছুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ দেওয়া হতে পারে।

এ মামলায় চার্জশিটভুক্ত আসামিরা হলেন- বিমানবন্দর থানার কনস্টেবল (বরখাস্ত) এবাদুর রহমান পুতুল, কথিত সোর্স আতাউর রহমান গেদা, সিলেট জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রাকিব ও প্রচার সম্পাদক মাহি হোসেন মাছুম। এদের মধ্যে শুধু মাছুম পলাতক রয়েছেন।

এ বছরের ১১ মার্চ সকালে সিলেট নগরীর রায়নগরে আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। ১৩ মার্চ রাত সাড়ে ১০টায় বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমান পুতুলের কুমারপাড়াস্থ ঝরনারপাড় সবুজ-৩৭ নম্বর বাসার ছাদের চিলেকোঠা থেকে সাঈদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবু সাঈদ রায়নগর হযরত শাহ মীর (র.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও একই এলাকার দর্জিবন্দ বসুন্ধরা ৭৪ নম্বর বাসার আব্দুল মতিনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।