কুড়িগ্রাম: কুড়িগ্রাম-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু ও চিলমারী-সুন্দরগঞ্জে নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সেতুতে রেল সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদ হাসান নলেজ ও গণ উন্নয়ন কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মমিন প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ অক্টোবর কুড়িগ্রাম সফরে কুড়িগ্রামের চিলমারী-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু ও চিলমারী সুন্দরগঞ্জে নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সেতুতে রেল সংযোগের ঘোষণার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএ