ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রাম-ঢাকা আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
কুড়িগ্রাম-ঢাকা আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রাম-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু ও চিলমারী-সুন্দরগঞ্জে নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সেতুতে রেল সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি।



মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদ হাসান নলেজ ও গণ উন্নয়ন কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মমিন প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ অক্টোবর কুড়িগ্রাম সফরে কুড়িগ্রামের চিলমারী-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু ও চিলমারী সুন্দরগঞ্জে নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সেতুতে রেল সংযোগের ঘোষণার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।