ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজদিখানে দুর্ঘটনাস্থল পরিদর্শনে সেতুমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
সিরাজদিখানে দুর্ঘটনাস্থল পরিদর্শনে সেতুমন্ত্রী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গাঙচিল পরিবহনের একটি বাস উল্টে ৩ যাত্রী নিহতের খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন।



পরিদর্শনকালে স্থানীয় জনতা সড়কে গতিরোধক নির্মাণের দাবি জানালে মন্ত্রী কোনো মন্তব্য না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।

এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে বিকেল ৫টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানের চালতিপাড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ যাত্রীর মৃত্যু হয়। আহত হয় ২০ জন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।