ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলপুরে শিশুকে হত্যার কথা স্বীকার সৎ মায়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
ফুলপুরে শিশুকে হত্যার কথা স্বীকার সৎ মায়ের

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলার বেলটিয়া বালিয়া গ্রামে ৩ বছরের শিশু আবু তোরাব শাহলকে হত্যা ও মরদেহ গুমের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন ঘাতক সৎ মা সখিনা খাতুন (৬০)।

বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম এ তথ্য জানান।



ঘাতক সৎ মা সখিনা খাতুনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ জানায়, সতীনের ছেলে আবু তোরাব শাহলের জন্মের পর তার সন্তানদের সঙ্গে সম্পত্তির অংশীদার হওয়ায় সৎমা সখিনা খাতুনের মনে হিংসার সৃষ্টি হয়। এরপর থেকে নিজের সন্তানদের সম্পদের অংশীদারকে সরিয়ে ফেলার জন্য বিভিন্ন চিন্তা-ভাবনা করে আসছিলেন তিনি।

পরে সোমবার (০৫ অক্টোবর) বিকেলে সুযোগ বুঝে সৎ মা সখিনা খাতুন সতিনের শিশু সন্তান আবু তোয়াব শাহলকে কোলে নিয়ে বাড়ির পাশে বিলে চলে যান। সেখানে কোনো লোকজন না থাকায় শিশুটিকে বিলের পানিতে চুবিয়ে হত্যা করেন এবং তার মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন।  

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে স্থানীয় লোকজন বিলে শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার এবং সৎ মাসহ তার সন্তানদের থানায় নিয়ে আসে।

ওই দিনই পুলিশ সৎ মা সখিনা খাতুনকে আটক করে। পরে এ ঘটনায় নিহত শিশুর মা মার্জিয়া আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, বুধবার দুপুরে সৎ মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।