ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় ১৯৪ পিস ইয়াবসহ কালু মিয়া (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-র্যাব-১৪।
বুধবার (০৭ অক্টোবর) বিকেলে উপজেলার চেচুয়াবাজার এলাকা থেকে র্যাব তাকে আটক করে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মেজর রূপায়ন বড়ুয়া ও সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা বেগম পিপিএম এ অভিযানের নেতৃত্ব দেন। পরে আটক মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আইএ