ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড ছবি : প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আলাল হোসেন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্ত আলাল হোসেন উপজেলার লাভপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহাবুব হোসেন বাংলানিউজকে জানান, আলাল হোসেন লাভপাড়াসহ আশপাশের এলাকায় ফেনসিডিলের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা থেকে ছয় বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।