ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

তাহিরপুর সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফিরত দিলো বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
তাহিরপুর সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফিরত দিলো বিএসএফ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হক মিয়া (১৫) ও আলী হোসেনকে  (১২) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে বিএসএফ।

 

এর আগে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ঘুম‍াঘাত ক্যাম্পের সেকেন্ড ইন কমান্ড উপপরিদর্শক (এসআই) সিরাজ লাল এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ-৮ বিজিবির লাইড়েরগড় বিওপির নায়েক সুবেদার আব্দুল মজিদ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আব্দুল মজিদ বলেন, মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে কয়লা কুড়াতে কুড়াতে হক মিয়া ও আলী হোসেন উপজেলার সীমান্তে যাদু কাটা নদীর আর্ন্তজাতিক সীমানা পিলার ১২০৩’র (৩) নম্বর পিলারের কাছে চলে যায়। এ সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।

পরে বুধবার সকালে হক ও আলীর স্বজনরা সুনামগঞ্জ-৮ বিজিবির লাউড়েরগড় বিওপিতে খবর দিলে বিজিবি তাদের ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানায়। সন্ধ্যায় পতাকা বৈঠকের পর তাদের ফিরিয়ে আনা হয়।

আটক হক মিয়া তাহিরপুর উপজেলার লাইড়েরগড় গ্রামের ছাতু মিয়ার ছেলে ও আলী হোসেন একই উপজেলার শান্তিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।