ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ট্রাকের চাপায় ফারিয়া আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে ফারিয়া আক্তার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সমাপনী পরীক্ষার মডেল টেস্ট শেষে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. রাশেদ খান চৌধুরী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএটি/এসআর