মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলায় শিশু ধর্ষণের মামলায় হযরত আলী বেলাল (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ধর্ষণের ঘটনার সাড়ে ১২ বছর পর বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত হযরত আলী বেলাল ধনবাড়ী উপজেলার জাগিরাচালা গ্রামের জনৈক জয়নাল আবেদিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৮ এপ্রিল বেলাল প্রতিবেশী পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করেন। পরে শিশুটির বাবা একই বছরের ২১ এপ্রিল ধনবাড়ী থানায় মামলা করেন। দোষী প্রমাণিত হওয়ায় বুধবার আদালত বেলালকে যাবজ্জীন কারাদণ্ড দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট একেএম নাসিমুল আক্তার ও সহকারী ছিলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আরফান মোল্লা।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএটি/এসআর