ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আরিচা-নরদহ রুটে ফেরি চালু হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
আরিচা-নরদহ রুটে ফেরি চালু হবে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

মানিকগঞ্জ: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আরিচা-নরদহ নতুন রুটে ফেরি সার্ভিস চালু করা হচ্ছে।

আগামী বছরের মাঝামাঝি এ নৌপথ চালু হবে।



বুধবার (৭ অক্টোবর) বিকেলে আরিচার বিআইডব্লিউটিএ মিলনায়তনে স্থানীয় প্রশাসন ও ফেরি সংস্থার কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও জেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, জামালপুরের বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার পারাশিয়া ও মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার খয়েরচর নরদহ নৌরুটে ফেরি সার্ভিস চালু হলে উত্তরাঞ্চলের  মানুষ রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সহজে যাতায়াত করতে পারবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পানি সম্পাদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বীর প্রতীক, শিবালয় উপজেলা চেয়ারম্যান মো. আলী আকবর, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল সরকার, আরিচা লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।