ঢাকা: ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সমুদ্র উপকূলসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক অভিযান পরিচালনা করে ২৫ সেপ্টেম্বর হতে এ পর্যন্ত প্রায় ৫ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১৪ লাখ ৭৪ হাজার মিটার অবৈধ জাল ও ৪৭ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এই অভিযানে ৮ জেলেকে আটক করা হয়।
বরিশাল, চাঁদপুর, ভোলা, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট এবং খুলনার নদ-নদীতে নৌবাহিনী এ অভিযান পরিচালনা করছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা অতন্দ্র, সন্দীপ, অপরাজেয়, শহীদ দৌলত এবং এলসিভিপি-০১২ উপকূলীয় এলাকায় নিয়মিত টহল অব্যাহত রেখেছে।
ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ২৫ সেপ্টেম্বর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে সব ধরনের ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী জাহাজসমূহের এ বিশেষ অভিযান আগামী ০৯ অক্টোবর ২০১৫ পর্যন্ত চলবে।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরআই