রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের পচামাড়িয়া এলাকায় গ্রামীণ ফোনের এক কর্মকর্তাকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই করা হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, শিতানাথ পচামাড়িয়া গ্রামীণ ফোন শাখায় কাজ করেন। বুধবার বিকেলে তিনি টাকা নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেন।
পথে ওই এলাকার নির্জন এলাকায় তিন মোটরসাইকেলে ছয় জন ছিনতাইকারী তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে। পরে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়।
এ সময় শিতানাথ বনিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালের ৩১নং ওয়ার্ডে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি ঘটে। পরে রাতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
তার পা ভেঙে গেছে এছাড়া শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অবস্থা বেশ সঙ্কটাপন্ন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে মামলা হবে বলে জানান পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএস/আইএ