ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় গ্রামীণ ফোন কর্মকর্তাকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
পুঠিয়ায় গ্রামীণ ফোন কর্মকর্তাকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের পচামাড়িয়া এলাকায় গ্রামীণ ফোনের এক কর্মকর্তাকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই করা হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ফোনের ওই কর্মকর্তার নাম শিতানাথ বনিক (৩৬)। তিনি নওগাঁ জেলার রানীনগর উপজেলার সুশিল বনিকের ছেলে। আহত শিতানাথকে সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সোয়া ৮টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, শিতানাথ পচামাড়িয়া গ্রামীণ ফোন শাখায় কাজ করেন। বুধবার বিকেলে তিনি টাকা নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেন।

পথে ওই এলাকার নির্জন এলাকায় তিন মোটরসাইকেলে ছয় জন ছিনতাইকারী তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে। পরে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়।

এ সময় শিতানাথ বনিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালের ৩১নং ওয়ার্ডে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি ঘটে। পরে রাতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

তার পা ভেঙে গেছে এছাড়া শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অবস্থা বেশ সঙ্কটাপন্ন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে মামলা হবে বলে জানান পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।