ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ১৫ শিশু হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ১৫ শিশু হাসপাতালে

সিরাজগঞ্জ: কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ শিশু শিক্ষার্থী।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

এরপর বিকেলে একে একে অসুস্থ হয়ে পড়ে ১৫ শিশু।

সন্ধ্যার পর তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ শিশুরা সবাই ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এরা হলো, বারাকান্দি গ্রামের এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে নাইম হোসেন (১০),  হাসেন আলীর মেয়ে মীম খাতুন (১১), মোস্তফা মিয়ার মেয়ে মঞ্জুরা খাতুন (১২), আব্দুল মান্নানের মেয়ে শিল্পী খাতুন (১০), আলামিন হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (১০), বকুল শেখের মেয়ে বৃষ্টি খাতুন (৯),  কালাচাঁন প্রামাণিকের মেয়ে কামনা খাতুন (১০), ফরহাদ হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (১০), ফারুক হোসেনের মেয়ে সৃষ্টি খাতুন (৯), আবুল কালামের ছেলে জাকিরুল ইসলাম (৯), আব্দুস সাত্তারের ছেলে আশিক হোসেন (৯), হোসেন আলীর ছেলে ইমন হোসেন (৯), হাবিল শেখের মেয়ে রিয়া খাতুন (১০), শফিকুল ইসলামের মেয়ে রূপা খাতুন (১০) ও ছাবের আলীর মেয়ে সীমা খাতুন (১২)।
 
স্থানীয়রা জানায়, সপ্তাহ ব্যাপী জাতীয় কৃর্মি দিবস উপলক্ষে বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে সরকারিভাবে সরবরাহ করা কৃর্মিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। পরে বাড়ি ফেরার পর বিকেলে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে।

তবে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, খালি পেটে ও অতিরিক্ত গরম থাকার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।
 
এদিকে, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. দেবপদ রায় রাতে হাসপাতালে শিশুদের দেখতে আসেন।

এ সময় তিনি জানান, খালি পেটে ট্যাবলেট খাওয়ায় এ সমস্যা হতে পারে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই। অসুস্থ শিশুদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই শঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।