নীলফামারী: বেতন বৈষম্য নিরসন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নীলফামারী সরকারি মহিলা কলেজ শাখা।
বুধবার(০৭ অক্টোবর) দুপুরে ওই কলেজের সামনে নীলফামারী জেলা শহরের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে ক্লাস বর্জন করেন শিক্ষকরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ আব্দুল গাফফার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শামসুল আলম, ইতিহাস বিভাগের প্রধান ইলিয়াস হোসেন, ইংরেজি বিভাগের প্রধান সাজেদুল ইসলাম ও ইতিহাস বিভাগের প্রভাষক আজিজুর রহমান তোঁতা।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন বক্তারা।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএটি/এসআর