কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে চাচার হাতে রুকন মিয়া (৩২) নামে এক যুবক খুন হয়েছেন।
বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গোয়ালাবাড়িতে এ ঘটনা ঘটে।
রুকন ওই এলাকার ছেতু মিয়ার ছেলে।
স্থানীয় জানান, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে রুকনের সঙ্গে তার চাচা জসিম উদ্দিনের বিরোধ চলেছিল। বুধবার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা জসিমসহ তার ছেলেরা রুকনকে দা দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে।
এ সময় রুকনের স্ত্রীও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।
কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএটি/এসআর