ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
খুলনায় ট্রাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলা থেকে নাসিমা বেগম (৪৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার লাখোহাটি মুন্সীপাড়া এলাকার নিজ ঘরের ট্রাংকের মধ্যে থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।



শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশটি গুম করার উদ্দেশেই ট্রাংকের ভেতর রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত নাসিমার স্বামী চাঁনমিয়া ভারতে রয়েছেন।

দিঘলিয়ার কামারগাতি ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শরীফ বাংলানিউজকে জানান, গৃহবধূ নাসিমা বেগমকে মঙ্গলবার থেকে পাওয়া যাচ্ছে না- মর্মে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে ঘর তালাবদ্ধ দেখা যায়। এ সময় দরজা ভেঙে ভেতরে গিয়ে তল্লাশির সময় ট্রাংকের মধ্যে মরদেহটি পাওয়া যায়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলেও জানান এএসআই শরীফ।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।