নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় আবদুল করিম (৬১) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৭ অক্টোবর) বিকেলে কাদরা ইউনিয়নের শুভপুর গ্রামের মিঝি বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রিকশাচালক আবদুল করিমের দুই সংসারে প্রায়ই পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এর জের ধরে নিজ বাড়িতে মঙ্গলবার (০৬ অক্টোবর) রাতের কোনো এক সময় বিষপানে তিনি আত্মহত্যা করেন। বুধবার বিকেলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অজিত মিত্র বাংলানিউজকে জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএটি/আইএ