ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ১২০ বোতল ভারতীয় হুইস্কি, ৭ কেজি গাঁজা, ৫২ কেজি জিরা এবং ৫৫ কেজি কিসমিস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২ ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (৭ অক্টোবর) দিনভর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও পণ্য আটক করা হয়।
১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, কসবা উপজেলার কালিকাপুর সীমান্ত এলাকা থেকে ৯৫ বোতল হুইস্কি ও জয়নগর সীমান্ত এলাকা থেকে ২৫ বোতল হুইস্কি আটক করা হয়।
এছাড়া অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা, ৫২ কেজি জিরা ও ৫৫ কেজি কিসমিস আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসআর