ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাঁজা ও হুইস্কিসহ ভারতীয় পণ্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
গাঁজা ও হুইস্কিসহ ভারতীয় পণ্য আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ১২০ বোতল ভারতীয় হুইস্কি, ৭ কেজি গাঁজা, ৫২ কেজি জিরা এবং ৫৫ কেজি কিসমিস আটক করেছে ‍বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২ ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার (৭ অক্টোবর) দিনভর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও পণ্য আটক করা হয়।



১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, কসবা উপজেলার কালিকাপুর সীমান্ত এলাকা থেকে ৯৫ বোতল হুইস্কি ও জয়নগর সীমান্ত এলাকা থেকে ২৫ বোতল হুইস্কি আটক করা হয়।

এছাড়া অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা, ৫২ কেজি জিরা ও ৫৫ কেজি কিসমিস আটক করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।