ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

করাতে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
করাতে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স’মিলের করাতে কাটা পড়ে তসলিম আলী (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) উপজেলার ঝাড়বাড়ি গ্রামে স’মিলে গাছ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।



তসলিম উপজেলার ধর্মগড় ইউনিয়নের ঝাড়বাড়ি (গকবস্তি) গ্রামের মৃত কৌষা আলীর ছেলে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত জানান, তসলিম আলী স’মিলে কাজ করছিলেন। এ সময় করাত ছিঁড়ে তার গলায় লেগে। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরে, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।