ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (২০) নামে এক অটোটেম্পু চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বিশ্বরোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জাহাঙ্গীর ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকার আকতার মিয়ার ছেলে।
সরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আসা অটোটেম্পুটি সরাইলের কালিকচ্ছ বাজারের দিকে যাচ্ছিলো। বিশ্বরোড এলাকায় টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
চালক জাহাঙ্গীর টেম্পুটি সড়কে উঠানোর চেষ্টা করেন। এ সময় পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক হাবিবুল্লাহ বাহার তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
এমজেড