রাজশাহী: রাজশাহীর পবা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল হক তোতা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (উপজেলা-১ শাখা) এর সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহীর পবা উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু হওয়ায় পদটি শূন্য হয়। এ অবস্থায় উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল হককে পরিষদের চেয়ারম্যানের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর বিকেলে পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হুসাইন রোগে আক্রান্ত হয়ে মারা যান। এতে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়।
বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
এসএস/এমজেড