ঢাকা: নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে কূটনৈতিক পাড়া রাজধানীর গুলশান। প্রবেশপথ গুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি (চেকপোস্ট)।
বুধবার (৭ অক্টোবর) রাত ১টার দিকে গুলশান এলাকায় প্রবেশ করতে গেলে নতুন বাজার চেক পোস্টে সাংবাদিক লেখা গাড়িটিকে দাঁড় করায় পুলিশ। সেখানে অবস্থানকালে পাঁচ মিনিটেরও কম সময়ে তিনটি গাড়িতে তল্লাশি চালাতে দেখা যায়।
যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে অস্থায়ী ব্যারিকেড দিয়ে রাস্তা সরু করা হয়েছে। প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাসের মতো ছোট যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। তবে, সন্দেহ হলে যেকোন ব্যক্তি বা যানবাহনকেই থামানো হচ্ছে। পাশাপাশি পুরো এলাকা জুড়ে পুলিশ ভ্যানে চলছে টহল।
![](files/check_post_gulshan_8_343986316.jpg)
চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধুমাত্র গুলশান থানার অন্তর্গত এলাকায় বসানো হয়েছে ১৩টি চেকপোস্ট। প্রত্যেকটি দলে একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও পাঁচ জন আর্মড পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া, সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নতুন বাজার মোড়ে তল্লাশির সম্মুখীন হওয়া আব্দুল আজিজ নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা বলেন, পুলিশ কাজ করছে নিরাপত্তার স্বার্থে, এটা কোনো ভাবেই হয়রানি বা ভোগান্তি বলা ঠিক হবে না। পুলিশকে এক্ষেত্রে সহায়তা করা একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব।
![](files/check_post_gulshan_22_857517274.jpg)
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বলেন, ‘গুলশানের পুরো এলাকা জুড়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা সাধ্যমত চেষ্টা করছি, এ এলাকায় যেন নতুন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এটা তো আসলে দেশের মর্যাদারও প্রশ্ন।
নতুনবাজার ছাড়াও গুলশান থানাধীন কানাডিয়ান হাইকমিশন, বনানী ব্রিজ, হাতির ঝিলের প্রান্তে পুলিশের চেকপোস্ট দেখা গেছে। এসব চেকপোস্টেও পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো।
![](files/check_post_gulshan_11_848372374.jpg)
এছাড়া, রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে তৎপরতা বেড়েছে। কারওয়ান বাজার মোড়ে তেজগাঁও থানার চেকপোস্ট, হাতিরপুল মোড়ে কলাবাগান থানা এবং পলাশী-নীলক্ষেত সড়কে লালবাগ থানার চেকপোস্ট রয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর গুলশান ২ নম্বরে দুর্বৃত্তদের গুলিতে খুন হয় ইতালিয়ান নাগরিক চেজার তাবেলা। এর পাঁচ দিন পর ৩ অক্টোবর একই কায়দায় রংপুরে খুন হয় জাপানি নাগরিক কুনিও হোশি। এসব ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয় সারাদেশে।
বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এইচআর/এমজেড