ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে মোটরসাইকেল চোর গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
গোপালগঞ্জে মোটরসাইকেল চোর গুলিবিদ্ধ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পুলিশের গুলিতে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের এক সদস্য গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছে।  
 
বুধবার (৭ অক্টোবর) রাত ৩টার দিকে সদর উপজেলার গোবরা এলাকায় এ ঘটনা ঘটে।


 
আহতরা হলেন- সোবহান মোল্লা (৩২) ও আশিক গাজী (৩৫)। তাদের মধ্যে সোবহান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।   আশিক গাজী মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হন। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আটকরা খুলনা ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। তারা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলানিউজকে জানান, রাতের টহল পুলিশ দু’টি মোটরসাইকেলকে উপজেলা মোড়ে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। তারা পুলিশের সিগন্যাল উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পুলিশ তাদের ধাওয়া করে।   
 
গোবরা এলাকায় তারা পুলিশ লক্ষ করে ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে। পরে, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সোবহান মোল্লা ও আহত আশিক গাজীকে আটক করা হয় বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।