ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে ডাকাত সন্দেহে আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
মিরসরাইয়ে ডাকাত সন্দেহে আটক ২ ছবি: প্রতীকী

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাত সন্দেহে দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে, তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।


 
বুধবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জের দরবার টিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন- সবুজ (২৭) ও জীবন (২৫)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
 
স্থানীয়রা জানায়, সম্প্রতি উপজেলার সোনাপাহাড় এলাকায় রাতে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় গ্রামবাসী রাত জেগে পাহারার ব্যবস্থা করে। রাতে অপরিচিত ৫/৬ জন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে গ্রামবাসী তাদের ধাওয়া করে। এ সময় দুই যুবককে আটক করে থানায় সোপর্দ করে স্থানীয়রা।  
 
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দেবনাথ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, আটক দুই যুবক পুলিশ হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
 
বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।