গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) কোনাবাড়ী নতুন বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুমা আক্তার (২৯) নামে এক পোশাক কর্মীর মৃত্যু হয়েছে।
নিহত রুমা কিশোরগঞ্জের ইটনা উপজেলার মিরিশা এলাকার আবদুল ছালামের মেয়ে।
সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ৮টার দিকে রুমা আক্তারসহ আরো কয়েকজন অফিসের একটি মাইক্রোবাসযোগে কালিয়াকৈরের সফিপুরে কারখানায় যাচ্ছিলেন।
মাইক্রোবাসটি ওই স্থানে পৌঁছলে পেছন থেকে কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের দরজা খুলে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রুমা আক্তারের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় চালকরা পালিয়ে গেলেও বাস ও মাইক্রোবাস দু’টি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫/আপডেট: ১০২৭ ঘণ্টা
আরএস/জেডএস