ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মিরপুরে নৈশ প্রহরী গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
মিরপুরে নৈশ প্রহরী গুলিবিদ্ধ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুরে ডাকাতির চেষ্টায় বাধা দেওয়ায় জয়নাল আবেদীন (৪০) নামে এক নৈশ প্রহরী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভোর ৫টার দিকে মিরপুরের দক্ষিণ মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নৈশ প্রহরী জয়ানালের সহকর্মী হারিছ মিয়া জানান, ভোর পাঁচটার দিকে এলাকার মোল্লা পাড়ার মামুর দোকানের সামনে চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে গেলে বেশ কয়েকজন সশস্ত্র যুবক আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় জয়নাল গুলিবিদ্ধ হয়।

এরপর কোমরে গুলিবিদ্ধ অবস্থায় জয়নাল আবেদীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বলেও জানান হারিছ মিয়া।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।