ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে দখলদারদের হামলায় ঘের মালিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
শ্যামনগরে দখলদারদের হামলায় ঘের মালিকের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দখলদারদের হামলায় সফিকুল ইসলাম (৪০) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



সফিকুল ইসলাম উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে।

গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বুধবার সকালে সফিকুল ইসলামের ৬০ বিঘা জমির একটি ঘের দখল করতে হামলা চালায় একই এলাকার লোকমানসহ তার ভাড়াটিয়া বাহিনী। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে, এরমধ্যে সন্ত্রাসীরা সফিকুলকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

চেয়ারম্যান আরো জানান, দীর্ঘদিন ধরে চক্রটি ওই ঘের দখলের চেষ্টা চালাচ্ছিল। এর আগে ওই ঘের নিয়ে এডিসি (রেভিনিউ), ইউএনও এবং আমার পরিষদেও কয়েকবার আলাপ-আলোচনা হয়েছে। প্রত্যেকবারই রায় সফিকুলের পক্ষে যায়। কিন্তু লোকমান শেষ পর্যন্ত দখলে মরিয়া হয়ে ওঠে।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসটিএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।