পাবনা: পাবনা শহরের শালগাড়ীয়া সদর হাসপাতাল রোডের ভদ্রাকালী বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী সোহাগ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ সদর উপজেলার সিংগাবাইপাস মহল্লার বিপ্লব চৌধুরীর ভাতিজা।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে দোকানের কাজ শেষে মোটরসাইকেল যোগে শহর থেকে বাড়ি ফিরছিলেন সোহাগ। ঘটনাস্থলে নির্মাণাধীন কালভার্টের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান তিনি। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে সেখানেই তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
টিআই