ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

জকিগঞ্জে দুর্বৃত্তের অস্ত্রের অাঘাতে পা হারালেন এক ব্যক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
জকিগঞ্জে দুর্বৃত্তের অস্ত্রের অাঘাতে পা হারালেন এক ব্যক্তি

সিলেট: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে রাতের আঁধারে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়েছে এক ব্যক্তির। আহত আ‌ব্দুল মালিককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



বুধবার (০৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জকিগঞ্জ ইউনিয়নের উত্তর বাখরশাল গ্রামে এ ঘটনা ঘটে।

পেশায় আইনজীবীর সহকারী আব্দুল মালিক জকিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উত্তর বাখরশাল গ্রামের বাসিন্দা মোশাহীদ আলীর ছেলে।

আহতের পরিবারিক সূত্র জানায়, বুধবার দিবাগত রাত অনুমানিক ২টায় দুর্বৃত্তরা ঘরের বেড়া ভেঙে আব্দুল মালিকের স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করলে মালিকের বাম পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সময় স্বামীর রক্তাক্ত শরীর দেখে জ্ঞান হারিয়ে ফেলেন মালিকের স্ত্রী। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এদিকে, নৃশংস এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, পায়ে কোপ দেওয়ার বিষয়টি শুনেছি। তবে দেহ থেকে পা বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে নিশ্চিত নই। খবর পেয়ে উপ পরিদর্শক (এসআই) শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।