ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দ মহসীন আলী স্মরণে মৌলভীবাজার প্রেসক্লাবের শোক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
সৈয়দ মহসীন আলী স্মরণে মৌলভীবাজার প্রেসক্লাবের শোক সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: সদ্য প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী স্মরণে মৌলভীবাজার প্রেসক্লাবে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাতে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়।



প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাব সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, বাসদ প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সরওয়ার আহমদ, পাতাকুঁড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল,বাংলার দিন সম্পাদক বকশী  ইকবাল আহমদ, ঢাকা ট্রিবিউনের রজত কান্তি গোস্বামী, প্রথম আলোর আকমল হোসেন নিপু, অবজারভারের অশোক কুমার দাশ, মোহনা টিভির রাধাপদ দেব সজল, ইত্তেফাকের নজরুল ইসলাম মুহিব, বাংলাভিশনের সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সংগ্রাম পত্রিকার আজাদুর রহমান আজাদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের সৈয়দ মহসীন পারভেজ, মাছরাঙা টিভির তমাল ফেরদৌস, সময় টিভির শাহ অলিদুর রহমান, দেশ টিভির সালেহ এলাহি কুটি ও বিটিভির হাসানাত কামাল প্রমুখ।

বক্তরা বলেন, মহসীন আলী ছিলেন একজন সাদা মনের মানুষ, সর্বজন শ্রদ্ধেয় তুখোড় রাজনীতিবিদ, সাংবাদিক, মাটি ও মানুষের নেতা, দেশপ্রেমিক ও গরীবের বন্ধু। আমরা একজন সত্যিকার জনদরদী নেতা ও রাজনীতিবিদকে হারিয়েছি, যা পূরণ হবার নয়। এ জেলার সর্বস্তরের মানুষের কল্যাণ কামনায় যিনি আজীবন কাজ করে গেছেন। মৌলভীবাজার প্রেসক্লাব চিরদিন তার কাছে ঋণী ও কৃতজ্ঞ। তাই তার শোকাহত পরিবারের প্রতি প্রেসক্লাব গভীর সমবেদনা জ্ঞাপন করছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।