মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক চালকের হেলপার বলে জানা গেছে। তবে তার নাম জানা যায়নি।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের বডি কেটে নিহত যুবককে উদ্ধার করেছে। মানিকগঞ্জের ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।
এদিকে দুর্ঘটনার পর ওই মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনের চেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরএ