মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. শুকুর মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভোরে পূর্বমশরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুকুর মিয়া রাজনগর সদর ইউনিয়নের পূর্বমশরিয়া গ্রামের সোনাহর মিয়ার ছেলে।
রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রাজিব হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত শুকুর মিয়ার বিরুদ্ধে জেলা ও উপজেলার বিভিন্ন থানায় সাতটি ডাকাতি মামলা রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
টিআই