ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

লিবিয়া ভ্রমণ না করার পরামর্শ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
লিবিয়া ভ্রমণ না করার পরামর্শ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ঢাকা: চলমান যুদ্ধাবস্থা ও অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের লিবিয়া ভ্রমণ না করতে ফের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনু বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।



এতে বলা হয়, সংঘাতময় পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত লিবিয়া ভ্রমণ নিরাপদ নয়। লিবিয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিবাসী কর্মীসহ সকল বাংলাদেশিকে লিবিয়া ভ্রমণ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়।

লিবিয়ায় থেকে ছুটিতে দেশে আসা বাংলাদেশিদেরকেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফিরে না যাওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

এর আগে গত জুলাই মাসে একই ধরনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সহিংস পরিস্থিতির কারণে তার আগে লিবিয়ায় থাকা বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম স্থগিত করে তিউনেশিয়ায় স্থানান্তর করা হয়। সংঘাতময় এলাকা থেকেও বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
জেপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।