ঢাকা: যতো ষড়যন্ত্র করাই হোক না কেন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যাবে না বলে মন্তব্য করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রণ্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসী রুখে দাড়াও’ শীর্ষক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার জন্য দুই প্রধান রাজনৈতিক জোট ও সকল রাজনৈতিক শক্তির প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- এনডিফ’এর মহাসচিব আলমগীর মজুমদার, ভাসানী ফন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব আব্দুল হাই মণ্ডল, এনডিপির মহাসচিব আলী নূর রহমান খান সাজু, ন্যাপ ভাসানীর ভাইস চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যা নিয়ে সরকার ও বিরোধী পক্ষ যেভাবে পরস্পরের ওপর দোষারোপ করছেন তা অনাকাঙ্খিত। কারণ তাদের এরকম বক্তব্য যুক্তিসঙ্গত নয়।
তারা বলেন, আপনারা একে ওপরকে দোষারোপ করবেন আর মাঝখানে বিদেশিরা এর সুযোগ নিয়ে ফায়দা লুটবে।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসএস/বিএস