ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

তামাক মুক্ত দিবস

ঝিনাইদহে স্বাস্থ্য সুরক্ষায় হেলথ প্রমোশন ফাউন্ডেশনের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
ঝিনাইদহে স্বাস্থ্য সুরক্ষায় হেলথ প্রমোশন ফাউন্ডেশনের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে তামাক নিয়ন্ত্রণ, অসংক্রামক রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় হেলথ প্রমোশন ফাউন্ডেশনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে শেল্টার সমাজ কল্যাণ সংস্থা নামে একটি বেসরকারি সংস্থা।



ডাব্লিউ বি বি ট্রাস্ট-এর সহযোগীতায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন-শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেলা বেগম, সমন্বয়কারী পলাশ সাহা, হিসাবরক্ষক সাবেরা বেগম, আরিফুন্নেছাসহ অন্যরা।

এ সময় বক্তারা হেলথ প্রমোশন ফাউন্ডেশন বাস্তবায়নের জন্য সরকারের কাছে আবেদন জানান।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।