ঢাকা: নিজেদের জন্য আলাদা শিশু অধিদপ্তর চায় কন্যাশিশুরা। এছাড়া নারীদের বিয়ের বয়স কমপক্ষে ১৮ বছর করা, কন্যাশিশুর অধিকার নিশ্চিতে ন্যায়পাল নিয়োগ, শিশু হত্যা ও নির্যাতনের মামলাগুলো দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত, বাল্যবিবাহ নিরোধ আইন অতি দ্রুত চূড়ান্ত ও কার্যকরের দাবি তাদের।
‘জাতীয় কন্যাশিশু দিবস, ২০১৫’-তে এ ৫টি দাবি তুলেছে তারা।
এই দিবসে বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
এবছর দিবসটির প্রতিপাদ্য ধরা হয়েছে- ‘কন্যাশিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’।
সংগঠনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির সভাপতি সেলিনা হোসেন ও বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী। অয়োজক সংগঠনের সদস্যরা ছাড়াও কন্যাশিশুদের সংগঠন প্রভাতী মুভমেন্ট’র সদস্যরা।
সারাদেশের কন্যাশিশুদের পক্ষ থেকে প্রভাতী মুভমেন্টের সদস্যরা সরকার, সুশীল সমাজ ও নীতি নির্ধারনী পর্যায় বরাবর এসব দাবি তুলে ধরে।
সারাদেশে কন্যাশিশুদের প্রতি নানা নির্যাতনের ঘটনার তথ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। ধর্ষণ, ধর্ষণের পর খুন, পাচার, নির্যাতনসহ বিভিন্ন রোমহর্ষক ঘটনার বিবরণ এখানে তুলে ধরা হয়।
দেশের নানা পর্যায়ে নির্যাতনের শিকার হয়েও মাথা নোয়ায়নি- এমন ক’জন কন্যাশিশু তাদের বক্তব্য রাখে।
স্বাগত বক্তব্যে সালমা আলী বলেন, শুধু ঢাকাতেই গত সেপ্টেম্বরে ওসিসিতে মামলা হয়েছে ৪১টি। এর মধ্যে ধর্ষণের ঘটনা বেশি। যৌন নির্যাতনের ঘটনাগুলো মামলা পর্যন্ত অনেক সময়ই আসে না। এগুলো আপোষ করে ফেলা হয় অনেকক্ষেত্রে। এভাবে অপরাধ আরও বেড়ে যায়।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসকেএস/বিএস